Site icon Jamuna Television

আশরাফুলের আগুনে পুড়ে খাক আবাহনী

মিরপুরে জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল, আর তাতেই পুড়ে খাক আবাহনী। তার অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংসে শেখ জামালের কাছে ৬ উইকেটে হারলো সুজন শিষ্যরা।

যেদিন আশরাফুল খেলে, সেদিন জিতে যায় বাংলাদেশ। তবে এসবই ইতিহাস। কিন্তু এ দিন যেন ইতিহাসকেই মিরপুরে ফিরিয়ে আনলেন আশার ফুল-আশরাফুল।

আবাহনীর বিপক্ষে অ্যাশের ব্যাট যেন খাপখোলা তরবারি। ছন্দে থাকা অ্যাশ যে কতটা সুন্দর তা হয়তো আজকের এই স্কুপ, রিভার্স সুইপ কিংবা কাভার ড্রাইভে কিছুটা আন্দাজ করা যায়৷ ২ ছয় আর ৮ চারে সমৃদ্ধ ৪৮ বলে ৭২ রানের ক্লাসিক ইনিংসে চাপা পড়লো আবাহনীর শ্রেষ্ঠত্ব।

যেদিন আশরাফুল থাকেন ছন্দে, সেদিন ম্লান হয়ে যেতে হয় মাঠের বাকী সবাইকে। আজও মলিন দেখালো নাসির হোসেন ও নুরুল হাসান সোহানের ৩৬ করে দুটো ইনিংস। ৯ বল আগেই সহজ জয় পায় শেখ জামাল। একা হাতে আশরাফুলই যেন কঠিন করে তুললো আবাহনীর চ্যাম্পিয়ন রেস।

এর আগে ছিলো লিটন শো। শেষ ম্যাচে পাখির মতো উড়ন্ত ক্যাচ নিয়েছিলেন। এবার ব্যাট হাতে উড়লেন লিটন দাস। ৫১ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংসটাই হয়ে থাকলো আবাহনীর ইনিংসের হাইলাইটস। আবাহনীর সংগ্রহ দাঁড়ালো ৭ উইকেটে ১৭৩।

কিন্তু উইকেট যখন টি-২০’র আদর্শ আর ব্যাট হাতে ছন্দে লিটল মাস্টার, তখন কোনো রানই যে যথেষ্ট নয় তাই দেখিয়ে গেলেন আশরাফুল।

Exit mobile version