Site icon Jamuna Television

সিংহের সঙ্গে ‘কথা বলতে’ খাঁচার ভেতর যুবক!

ভারতের একটি চিড়িয়াখানায় সিংহের সঙ্গে ‘কথা বলতে’ খাঁচায় ঢুকে পড়েন এক যুবক। তবে নিরাপত্তা রক্ষীরা দেখে ফেলায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর, গত বুধবার মুরুগান নামে এক যুবক কাঁটাতারের বেড়া টপকে ঢুকে পড়েন সিংহের খাঁচায়। তবে নিরাপত্তা রক্ষীরা দেখে ফেলায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় তাকে।

উদ্ধারের পর মুরুগানের ভাষ্য, সিংহের সঙ্গে কথা বলতে তিনি খাঁচার ভেতরে ঢুকেছিলেন।

গত এক সপ্তাহ ধরে নিরুদ্দেশ মুরুগান। তার খোঁজ চেয়ে পরিবার খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিল।

সিংহের খাঁচায় ঢুকতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন মুরুগান। চিকিৎসা করাতে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরুগানের পরিবারকে খবর দেয়া হয়েছে। শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version