Site icon Jamuna Television

সঠিক সময়ে কাশ্মিরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে: নরেন্দ্র মোদি

সঠিক সময়ে জম্মু-কাশ্মিরকে আবারও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে কাশ্মিরের নেতাদের সাথে বৈঠক করেন নরেন্দ্র মোদি। এসময় অঞ্চলটির বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ নেতা অংশ নেন।

বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, সঠিক সময়ে জম্মু-কাশ্মিরকে আবারও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। তবে তার আগে আসন্ন বিধানসভা নির্বাচনকে সফল করতে দলগুলোকে সীমানা বা কেন্দ্রগুলো পুনরায় নির্ধারণ করতে বসতে হবে।

সীমা নির্ধারণ করার পর যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। অঞ্চলটিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই লক্ষ্য বলে জানান মোদি।

Exit mobile version