Site icon Jamuna Television

অ্যাওয়ে গোলের নিয়ম তুলে দিলো উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগে ৫৬ বছরের পুরনো অ্যাওয়ে গোলের নিয়ম তুলে দিলো উয়েফা। ফলে সামনের মৌসুমগুলোতে আর এই হিসেব করতে হবে না দলগুলোকে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বৃহস্পতিবার (২৪ জুন) এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম।

অ্যাওয়ে গোলের নিয়ম অনুযায়ী দুই লেগের মুখোমুখিতে দুই দলের গোল সংখ্যা সমান হলে, যে দল বিপক্ষের মাঠে বেশি গোল করেছে তাদেরই বিজয়ী ঘোষণা করা হতো। কিন্তু এখন থেকে আর এই নিয়ম থাকছে না। বিজয়ী দল পেতে দুই দলের মাঝে আরও ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হবে। তাতেও ফল না পাওয়া গেলে হবে পেনাল্টি শুট-আউট।

উয়েফা বলছে, ঘরের মাঠে খেলার এই সুবিধা এখন আর কাজ করছে না। সামনের দিনগুলোতে উয়েফা নিয়ন্ত্রিত সব লিগেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Exit mobile version