Site icon Jamuna Television

১০ মাস করোনা পজেটিভ থেকে সুস্থ হলেন ৭২ বছরের বৃদ্ধ

টানা ১০ মাস করোনা পজেটিভ থাকার পর সুস্থ হয়ে উঠেছেন যুক্তরাজ্যের পশ্চিম ব্রিস্টলের বাসিন্দা ডেভ স্মিথ। বাহাত্তর বছর বয়সী এই বৃদ্ধ অসুস্থ থাকাকালীন ৪৩ বার করোনা পরীক্ষা করানো হয় যার সবগুলোতেই ফলাফল পজেটিভ আসে। ব্রিটেনের এই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন।

বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার এই ব্যতিক্রমী গল্প। গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সাত বার হাসপাতালে ভর্তি করা হয়। ডেভ বিবিসিকে বলেন, একটা সময় ভেবেছিলাম মরেই যাবো। পরিবারের সবাইকে এক করেছিলাম। কিন্তু অলৌকিকভাবে আমি বেঁচে আছি।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

Exit mobile version