Site icon Jamuna Television

ইরানে বাস উল্টে দুই নারী সাংবাদিক নিহত

ইরানের পশ্চিম আজারবাইজানে একটি বাস উল্টে দুই নারী সাংবাদিক নিহত হয়েছে। এছাড়াও ২২ জন আহত হয়েছে বলা জানা গিয়েছে। গত বুধবার (২৩জুন) এই দুর্ঘটনা ঘটে। খবর আনাদুলু অ্যাজেন্সি।

নিহতরা হলেন, সরকারি ইরনা নিউজ এজেন্সির রিয়ানেহ ইয়াসিনি ও আধা-সরকারি ইসনা নিউজ এজেন্সির মাসহাদ কারিমি।

আনাদুলু অ্যাজেন্সি সূত্রে জানা যায়, বাস ভর্তি স্থানীয় সাংবাদিক তেহরান থেকে লেক উর্মিয়াতে যাচ্ছিলো অ্যাসাইনমেন্ট কাভার করতে। দুর্ঘটনার পর দুইজন মারাত্মক আহতসহ ১৩ জনকে পশ্চিম আজারবাইজানের নাঘাদেহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

নাঘাদেহ পুলিশ প্রধানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে দুঃখজনক এই দুর্ঘটনা ঘটেছে।

Exit mobile version