Site icon Jamuna Television

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের গ্রুপের আয়োজক বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের গ্রুপের ম্যাচের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপ জি-তে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান।

জি গ্রুপের ম্যাচ গুলো আয়োজন করবে বাংলাদেশ বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

আগামী সেপ্টেম্বরের ১৩ থেকে ২৫ তারিখ হবে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। আর ২০২২ সালের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। ৮টি গ্রুপে ভাগ হয়ে এই বাছাই পর্বে অংশ নিচ্ছে ২৮টি দেশ। যেখানে চার গ্রুপে আছে ৪টি করে দল আর ৩টি করে দল আছে অপর চার গ্রুপে।

গ্রুপ চ্যাম্পিয়নরা খেলার সুযোগ পাবে ভারতের চূড়ান্ত পর্বে।

Exit mobile version