Site icon Jamuna Television

মাস্ক পরার ওপর থেকে বাধ্যবাধকতা প্রত্যাহার স্পেনের

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় মাস্ক পরার ওপর থেকে বাধ্যবাধকতা তুলে নিলো
স্পেন। আগামীকাল শনিবার (২৬ জুন) থেকে কার্যকর হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস জানান, ২৬ জুন থেকে বাইরে মাস্ক পরার ব্যাপারে থাকছে না কঠোর বিধিনিষেধ।

তিনি আরও বলেন, শারীরিক দূরত্ব এবং করোনা শিষ্টাচার মানলে প্রয়োজন নেই পার্ক, ফুটপাথ ও চত্ত্বরে মাস্ক পরার। তবে রোগীর চিকিৎসা, হাসপাতাল এবং অন্যান্য সেবাদানের ক্ষেত্রে এখনও পরতে হবে মাস্ক।

স্পেনের প্রতিবেশী ফ্রান্স মাস্ক পরায় বাধ্যবাধ্যকতা তুলে দেয়ার পরই এলো ঘোষণাটি। স্পেনের জনসংখ্যার অর্ধেকের মতো মানুষ পেয়েছেন করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ যাদের ৯০ শতাংশই ৫০ বছরের বেশি বয়সীরা।

দেশটিতে গতকাল বৃহস্পতিবারও করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং নতুনভাবে শনাক্ত হয়েছে সাড়ে ৪ হাজার সংক্রমণ।

Exit mobile version