Site icon Jamuna Television

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

চীনের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫জুন) দেশটির হেনান প্রদেশে স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দেশটির স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তাৎক্ষণিকভাবে সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রশিক্ষণ কেন্দ্রে ইনচার্জকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় সরকার বিবৃতিতে আরও বলা হয়, আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানা যায়নি।

Exit mobile version