Site icon Jamuna Television

ঢাকার আশপাশের ৭ জেলায় চলছে চতুর্থ দিনের লকডাউন

ঢাকার আশপাশের ৭ জেলায় চতুর্থ দিনের মতো লকডাউন চলছে।

রাজধানীর প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। এসব জেলায় মার্কেট, দোকানপাট বন্ধ থাকলেও ছোট যানবাহন যথারীতি চলছে।

এদিকে, রেডজোন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুষ্টিয়া ও ঝিনাইদহেও লকডাউন চলছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি তেমন।

লকডাউনে থাকা উত্তরের জেলা দিনাজপুরে সংক্রমণের হার এখনও উদ্বেগজনক।

ময়মনসিংহ সিটি করপোরেশনসহ কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৫ জুন) থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Exit mobile version