Site icon Jamuna Television

শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত শামীম বন্দুকযুদ্ধে নিহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক শিশুকে (১১) ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত শামীম পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ ললিতনগর এলাকায় টহলে ছিল। এসময় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়। শুক্রবার (২৫ জুন) সকালে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

পুলিশের ভাষ্যমতে,গত শনিবার রাতে ললিতনগরের গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে (১১) ঘুমাতে যায়। পরদিন ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের যৌনাঙ্গে রক্ত দেখে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এটা নিশ্চিত হয়। ঘটনার পর থেকে তারা এ হত্যাকাণ্ডে জড়িত ও ঐদিন আনোয়ার হোসেনের বাড়ি থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপর হয়। গতকাল ফোন উদ্ধারের পর তারা নিশ্চিত হন শিশু সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার সঙ্গে এই শামীম জড়িত।

Exit mobile version