Site icon Jamuna Television

অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার শাবানা আজমি

অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। এই অভিনেত্রী টুইটারে প্রতারণার কথা সকলকে জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। খবর জি নিউজের।

৭০ বছরের প্রবীণ অভিনেত্রী টুইটারে লিখেন, সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে টাকা পেমেন্ট করলেও ডেলিভারি পাইনি। পরবর্তীতে তাদের বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।

শাবানা আজমির ওই টুইট দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেন তার সাথে সম্মতি প্রকাশ করেছেন। টুইটে নেটিজেনরা নিজেরদের অনলাইনে প্রতারণার ঘটনা তুলে ধরেছেন। অনেকে আবার অভিনেত্রীকে সংস্থাটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভার সহ আরও অনেক তারকাই অনলাইনে কেনাকাটায় প্রতারণা শিকার হয়েছিলেন।

Exit mobile version