Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নেয়ার সময় রাস্তায় কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বাবুল (৪৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাবুল কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে। সে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানায়, বাবুল আগে থেকেই উচ্চরক্তচাপে ভুগছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে চিকিৎসক কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল ভূঁইয়া জানায়, প্রেসার অনেক বেশি থাকায় কুমিল্লা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে রাস্তায় তার মৃত্যু হয়।

বাবুলের বড় ভাই নওয়াব মিয়া জানায়, বাবুল দুটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দুই বছর যাবত সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিল। জেলখানা থেকে আমাদের জানানো হয়েছিল সে অসুস্থ। পরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।

Exit mobile version