Site icon Jamuna Television

নাটোরে লালন উৎসবে গান গাইলেন ফরিদা পারভীন

নাটোর প্রতিনিধি

ফকির লালন সাঁইজির জীবনদর্শন শীর্ষক আলোচনা ও লালন সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে লালন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রী কলেজ মাঠে শহীদ সাত্তার প্রতিবন্ধী একিভূত বিদ্যালয় ও লালন রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই উৎসব সংগীত পরিবেশন করেন লালনগীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন।

এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন, লালন কালচার এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ড. বি এন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, শহীদ সাত্তার প্রতিবন্ধী একিভূত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলাম প্রমুখ।

Exit mobile version