Site icon Jamuna Television

বার্সেলোনায় ফিরলো হিউম্যান টাওয়ার প্রতিযোগিতা

পনেরো মাস পর স্পেনের বার্সেলোনায় ফিরে এলো কাতালোনিয়ার ঐতিহ্যবাহী হিউম্যান টাওয়ার প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৪ জুন) বার্সেলোনা শহরের ব্লাট স্কয়ারে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

অন্তত দু’শ বছরের পুরনো ঐতিহ্য এই কাস্টেলারস খেলা। বেশ কিছু মানুষ একত্রিত হয়ে তৈরি করে উঁচু মানব টাওয়ার। তবে এর জন্য প্রয়োজন হয় যথাযথ প্রশিক্ষণ। অন্যথায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ উপলক্ষ্যে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

অন্যান্যবার প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নিলেও এবার ৫০ জনেই সীমাবদ্ধ ছিল এই মানব টাওয়ার। তাই এর উচ্চতা অন্যান্যবারের চেয়ে কম ছিল। টাউন হলের দোতলার ব্যালকনি পর্যন্ত ছিল এবারের মানব টাওয়ারের উচ্চতা।

করোনার কারণে গেল বছর বন্ধ ছিল এ আয়োজন। এ বছর পর অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। একইসাথে করোনা পরিস্থিতি দ্রুত মোকাবিলার আশাবাদও জানিয়েছে তারা।

Exit mobile version