Site icon Jamuna Television

অথর্নৈতিক উন্নয়নের স্বার্থে বাজেটে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে: পরিকল্পনা মন্ত্রী

এবারের বাজেট ব্যবসাবান্ধব, তবে কিছু কিছু ক্ষেত্রে অথর্নৈতিক উন্নয়নের স্বার্থে বাজেটের সংস্কার আনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সকালে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের ওয়েবিনারে তিনি এ কথা জানান। কর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণের জন্য এ বাজেট সহায়ক বলে জানান মন্ত্রী। গৃহহীনদের ঘর দেয়া এবং গ্রামকে নগরে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বাজেট আকারে অনেক বড়। তবে ১৯৭২ সালের বাজেটের সাথে মিলালে প্রবৃদ্ধি ও বাজেটের আকারে কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। এ বাজেটে বড় ব্যবসীদের সুবিধা দেয়া হয়েছে; সমাজে পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা না করে এ বাজেট করা হয়েছে বলেও তারা দাবি করেন।

Exit mobile version