Site icon Jamuna Television

চট্টগ্রামে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে অভিনব কায়দায় ছিনতাকারী একটি ৪ সদস্যের চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলন্ত সিএনজি অটোরিকশার পর্দা কেটে এক নারী যাত্রীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয় করে চক্রটি। এক মাসেরও বেশি সময় ধরে নজরদারি চালানোর পর চক্রটির মূল হোতা আকাশ ও তার স্ত্রী তানিয়া বেগমসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৮টি ডায়মন্ডসহ নগদ টাকা ও ১১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। চক্রটি এ পর্যন্ত ৩ শতাধিক ছিনতাই করেছে বলে জানায় পুলিশ।

Exit mobile version