Site icon Jamuna Television

‘খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না’

'খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না'

খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার দুপুরে এক ভিডিওবার্তায় তিনি বলেন, কখনো ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রেখে লকডাউন দিয়ে রাখা যাবে না। মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আহবান জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেদিকেও কঠোর নজর দেয়া উচিত।

এনএনআর/

Exit mobile version