Site icon Jamuna Television

খুলনায় এক‌দিনে মৃত্যু ২৭, রেকর্ড শনাক্ত ১ হাজার ৩২২

খুলনায় এক‌দিনে মৃত্যু ২৩, রেকর্ড শনাক্ত ১ হাজার ৩২২

করোনাভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে খুলনা বিভাগে। প্রতিদিনই প্রকোপ বাড়ছে সংক্রমণের। এই ভাইরাসে দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ সব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ ৭ জন, খুলনার ৫ জন, যশোরের ৫ জন, ঝিনাইদহের ২ জন এবং চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

এনএনআর/

Exit mobile version