Site icon Jamuna Television

ধর্ষণ ইস্যু: ইমরান খানের মন্তব্যের কড়া সমালোচনায় মরিয়ম

ধর্ষণ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বলেন, ইমরান খানের কথায় অপরাধীর দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তার হাস্যকর ও অপরিপক্ব চিন্তা জাতির সামনে প্রকাশ পেয়ে গেলো।

বুধবার ইসলামাবাদে এক সমাবেশে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন। ইমরানের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ছোট ছোট শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে কেনো? তারাও কি পোশাকের কারণে ধর্ষণের শিকার হচ্ছে?

সম্প্রতি পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীদের ‘স্বল্পবসন’কে দায়ী করে বক্তব্য দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান। মরিয়ম মনে করেন, যে কোনো ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমন মন্তব্যের কারণে ইমরান খানের উচিত ক্ষমা চাওয়া। মরিয়মের অভিযোগ— প্রধানমন্ত্রী ধর্ষণের শিকার নারীদের নিয়ে কটাক্ষ করেছেন। ধর্ষণের শিকার তরুণীদের বাবা-মায়ের প্রতি এটি ইমরানের উপহাস।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘যদি নারীরা স্বল্পবসন পরেন, তা হলে পুরুষরা রোবট না হলে সেটি তাদের ওপর প্রভাব ফেলে। এটি খুব সাধারণ ব্যাপার।’

ইমরান খানের এ মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানের সাংবাদিকরাও দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন।

ইউএইচ/

Exit mobile version