Site icon Jamuna Television

বিহারে করোনা টিকার বদলে পুশ করা হচ্ছে খালি সিরিঞ্জ

খালি সিরিঞ্জ দিয়েই ইনজেকশন দিচ্ছেন ভারতের বিহার রাজ্যের এক নার্স। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হতেই ওই স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ভারতীয় এনডিটিভি প্রচারিত ওই ভিডিওটিতে দেখা যায়, ওই নার্স খালি একটি সিরিঞ্জ দিয়ে এক ব্যক্তিকে টিকা দিচ্ছেন। টিকা নেয়া ওই ব্যক্তির বন্ধু ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এরপরই ব্যাপারটি নিয়ে সমালোচনা শুরু হয়।

বিহার রাজ্য সরকার এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, বিহারে এ পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সী মোট ১০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

Exit mobile version