Site icon Jamuna Television

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৬২ তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটি বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছিলো।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি হলে স্থগিত পরীক্ষা আবারও শুরু হবে।

এদিকে যে শিক্ষার্থীরা কুমিল্লার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছিল তাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করোনার কারণে স্থগিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়া শুরু হয়েছিলো।

Exit mobile version