Site icon Jamuna Television

উইম্বলডন খেলবেন না সিমোনা হালেপ

চলতি বছরের উইম্বলডন খেলবেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। গত বারের আসরে বিজয়ী এই রোমানিয়ান পায়ের পেশির চোটের কাছে হার মেনে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করেছেন। শুক্রবার (২৫ জুন) সিমোনা নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

গত মে মাসের শুরুতে রোমে ইতালিয়ান ওপেনে শেষ বার কোর্টে নেমেছিলেন সিমোনা। তখনই পায়ে চোট পাওয়ায় অ্যাঞ্জেলিক কের্বেরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝপথে চিকিৎসকের শরণাপন্ন হতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর কোর্টে দেখা যায়নি তাকে, খেলেননি ফ্রেঞ্চ ওপেনও।

শুক্রবার দেয়া এক বিবৃতিতে হালেপ বলেছেন, পায়ের পেশির চোট এখনও সারেনি। তাই প্রচণ্ড হতাশার সঙ্গেই উইম্বলডন থেকে নাম তুলে নিতে হচ্ছে। উইম্বলডনে খেলার জন্য সবরকম চেষ্টা করেছিলাম। ২ বছর আগে এখানে জেতার দুর্দান্ত স্মৃতি রয়েছে। কিন্তু তার পুনরাবৃত্তি আর সম্ভব না।

উল্লেখ্য যে, করোনার কারণে গত বছর উইম্বলডন আয়োজন করেনি আয়োজক সংস্থা। এবারের প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী সোমবার (২৮ জুন) থেকে।

Exit mobile version