Site icon Jamuna Television

গাড়ির বদলে হাঁটিয়ে আদালতে নেয়া হলো জুয়াড়িদের

নিজস্ব প্রতিনিধি:

করোনার ভয়ংকর ঢেউয়ের মধ্যেও নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা নয় জুয়াড়িকে হাতে নাতে আটক করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। এসময় আরও এগারো জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে ওই ৯ জুয়াড়িসহ ২০ আসামিকে হ্যান্ডকাফ লাগিয়ে এক দড়িতে বেঁধে থানা থেকে হাঁটিয়ে আদালতে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাদেরকে শহরের পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version