Site icon Jamuna Television

এএসপি পরিচয়ে বিয়ে, পরে জানা গেলো জামাই বাদাম বিক্রেতা

বগুড়া ব্যুরো:

মোবাইলফোনে নিজেকে রংপুর রেঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে বগুড়ার এক কলেজ ছাত্রীকে প্রেমের সম্পর্ক জড়ান পঞ্চগড়ের বাসিন্দা আবদুল আলীম। এরপর গোপনে বিয়েও করেন। কিন্তু বিয়ের এক সপ্তাহের মাথায় এসে জানা গেলো আবদুল আলীম এএসপি নয়, পেশায় সে একজন বাদাম বিক্রেতা।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, গত ১৮ জুন আলীম বগুড়ায় ওই কলেজ ছাত্রীর বাসায় এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়। পুলিশে নতুন চাকরি তাই গোপনে বিয়ে করতে হবে বলে মেয়ের পরিবারকে জানালে তার কথায় বিশ্বাস করে ওই রাতেই ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ছাত্রীর পরিবার। এরপর শ্বশুরবাড়িতে থাকা শুরু করে সে।

একপর্যায়ে মেয়েটির পরিবারের সন্দেহ হলে তারা আলীমকে চাকরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সে জানায়, সে পুলিশ কর্মকর্তা নয়, বাদাম বিক্রেতা। পরে থানায় খবর দিলে পুলিশ আলীমকে আটক করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
আলীম জানিয়েছে এর আগে সে এভাবে প্রতারণা করে আরও ৪টি বিয়ে করেছে। তার প্রথম পক্ষের স্ত্রীর দুটি সন্তানও রয়েছে।

শুক্রবার (২৫ জুন) ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আলীমকে
আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version