Site icon Jamuna Television

পিএসজিতে যোগ দিলো এমবাপ্পের ছোটভাই

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ছোটভাই ইথান এমবাপ্পের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ১৫ বছর বয়সী ইথান খেলবে পিএসজির যুবদলে। স্পোর্টসস্টার জানিয়েছে, নতুন এই চুক্তির ফলে ২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে থাকবে সে।

শুক্রবার (২৫ জুন) ক্লাবটি এই চুক্তির ঘোষণা দেয়। ইথানের পাশাপাশি ১৫ বছর বয়সী আরেক খেলোয়াড় স্যানি মাওলোর সাথেও চুক্তি হয়েছে পিএসজির।

এদিকে ছোটভাই পিএসজিতে নাম লেখালেও বড়ভাই যেকোনো সময় পিএসজি থেকে উড়ে যেতে পারেন বলে ফ্রান্সের অনেক গণমাধ্যমে আলোচনা হচ্ছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ পাখির চোখ করে আছে বলে খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

Exit mobile version