Site icon Jamuna Television

মোরাতার পরিবারকে হুমকির অভিযোগ

ইউরোতে লাগাতার গোল মিস করায় পরিবারকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। এমনকি তার সন্তানের মৃত্যুও কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্পেনের জার্সিতে ফর্মটা ভালো যাচ্ছে না আলভারো মোরাতোর। একের পর এক গোল মিস করছেন। ইউরোতে সুইডেন ও পোল্যান্ড ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। সবশেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে পেনাল্টিও করেছেন মিস। য়্যুভেন্টাসে খেলা এই স্ট্রাইকারের ফর্ম নিয়ে হচ্ছে নানা সমালোচনা।

স্প্যানিশ এক রেডিও স্টেশনে দেয়া সাক্ষাৎকারে মোরাতা বলেন, পোল্যান্ডের ম্যাচের পর ৯ ঘণ্টা আমি ঘুমোতে পারিনি। আমাকে হুমকি দেয়া হয়েছে। আমার পরিবারকে করা হয়েছে অপমান। এমনকি আমার সন্তানের মৃত্যুও কামনা করা হয়েছে।

মোরাতা জানিয়েছেন, সমালোচনায় সমস্যা নেই তার। কিন্তু পরিবারকে হুমকি দেয়ার নিন্দা করেছেন তিনি। মোরাতার স্ত্রী ও সন্তান তার জার্সি পরে সেভিয়ার মাঠে খেলা দেখতে যাবার সময় দর্শকদের লাঞ্ছনার শিকার হন।

Exit mobile version