Site icon Jamuna Television

এক ম্যাচে ৩১ ফাউল দিয়ে সমালোচনায় যে রেফারি

এবার সামলোচনার শিকার হলেন ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের আর্জেন্টাইন রেফারি নেস্তোর পিতানা। কোপা আমেরিকায় ঐ ম্যাচে ৩১টি ফাউল দেন তিনি।

ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে ৩১টি ফাউলের মধ্যে ব্রাজিল করেছে ১৫টি, আর কলম্বিয়া ১৬টি। কিন্তু এই ফাউলের ম্যাচে রেফারি হলুদ কার্ড বের করেছেন মাত্র ৭ বার। এর মধ্যে ব্রাজিলের তিন এবং কলম্বিয়ার চার ফুটবলার হলুদ কার্ড দেখেছেন।

আরও কিছু বিতর্কিত সিন্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেন কলম্বিয়ার কুয়াদ্রাদো। এর আগে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুদলের ম্যাচে হয়েছিল ৫৪টি ফাউল, যা ছিলো বিশ্বকাপের রেকর্ড।

Exit mobile version