Site icon Jamuna Television

আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস

আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস আজ। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি উৎসর্গ করেছে বিশ্বব্যাপী যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে। সারাবিশ্বে মানুষ যাতে নির্যাতনের শিকার না হয়, তার বিভিন্ন উপায় নিয়ে এ দিবসে আলাপ-আলোচনা করা হয়। নির্যাতিতদের পুনর্বাসনবিষয়ক আন্তর্জাতিক পরিষদের সদর দফতর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত।

নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক পরিষদ বলছে, যারা নির্যাতনের শিকার তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ। এর ফলে শুধু তারা নয়, তাদের পরিবার এবং সমাজের অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নির্যাতনকারীরা যাতে জয়ী না হতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক পরিষদ কোপেনহেগেন থেকে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মানুষের বিভিন্ন অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করে। সেখানে তথ্য-উপাত্তগুলো মূল্যায়ন করা হয়। পরে এসব বাস্তবায়নের প্রচেষ্টা নেয় সংগঠনটি।

এনএনআর/

Exit mobile version