Site icon Jamuna Television

৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়শা (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সাড়ে ১০টায় আখাউড়া থানা পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে। উপজেলার মোগড়া ইউনিয়নের দূর্জয়নগর গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আয়শার বাবা নেকবর খাঁ জানান, দুপুরে ভাত খাওয়ার পর পাশের ঘরে ঘুমাতে যায় আয়শা। আসর নামাজের সময় দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আয়শা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান নেকবর খাঁ। তবে আয়শার স্বজনরা জানিয়েছেন, মায়ের বকাঝকায় অভিমান আত্মহত্যা করে সে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান যমুনা টেলিভিশনকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version