Site icon Jamuna Television

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৪ জনের।

জানা যায়, মৃত ১৭ জনের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং ৮ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৪৬ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

জানা যায়, মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহীতে, ২ জনের নওগাঁ, ৪ জনের চাঁপাইনবাবগঞ্জ, ২ জনের বাড়ি নাটোরে।

হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। আজ করোনায় ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৩১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪২৩ জন।

এনএনআর/

Exit mobile version