Site icon Jamuna Television

কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

দেশের ৬০ ভাগ মানুষ গ্রামে বাস করে। তাই কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয় বলে জানান কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার সকালে কৃষি গবেষণা কাউন্সিলের বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সভায় কৃষিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদকে সভাপতি ও বণিক বার্তার সাইদ শাহিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানসহ কৃষি সংশ্লিষ্টরা।

মন্ত্রী আরও জানান, বাজেটে কৃষির আধুনিকায়নে সরকার বরাদ্দ বাড়িয়েছে। এই খাতের উন্নয়ন ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়।

এনএনআর/

Exit mobile version