Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার (৩৬ জুন) সকালে ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেনারেল শফিউদ্দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। সেখানে তাকে বরণ করে নেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন সেনাপ্রধান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Exit mobile version