Site icon Jamuna Television

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৫ সেনা সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৫ সেনা সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৫ সেনা সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাসদর জানায়, সিবি এলাকায় নিয়মিত টহলের সময় এই ঘটনা ঘটে। আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হলে সেনা সদস্যদের বহনকারী একটি পিকআপ ধ্বংস হয়ে যায়। এতে থাকা ৫ সদস্যেরই মৃত্যু হয়।

এদিকে হামলার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। হামলায় কারা জড়িত সে বিষয় এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে বালুচ বিদ্রোহীরাই এই হামলার সাথে জড়িত।

এনএনআর/

Exit mobile version