Site icon Jamuna Television

‘এসকাফ’ নামে নতুন মাদক উদ্ধার, আটক ৩

'এসকাফ' নামে নতুন মাদক উদ্ধার, আটক ৩

ফেনসিডিলের মতো নতুন একটি মাদক উদ্ধার হলো দেশে। ‘এসকাফ’ নামে এক ধরণের সিরাপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে তিনজনকে।

আটক জুয়েল, হুমায়ুন ও সাদেকের কাছ থেকে ৫ মন গাজাও জব্দ করা হয়েছে।

পুলিশ বলছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সবজি বা পণ্য পরিবহনের ট্রাকে করে এসকাফ ঢাকায় আনা হতো। এটি কোডেইন ফোসফেট সমৃদ্ধ ফেনসিডিলের সমগোত্রীয় মাদক বলে জানিয়েছে পুলিশ। এই সিরাপ বিভিন্ন ফার্মেসিতেও বিক্রি সম্ভব। তাই এসকাফ-এর আরো বড় চালানের খোজ করছে গোয়েন্দারা।

এনএনআর/

Exit mobile version