Site icon Jamuna Television

কয়েক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড চেক প্রজাতন্ত্রের কয়েকটি গ্রাম

কয়েক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড চেক প্রজাতন্ত্রের কয়েকটি গ্রাম

কয়েক মিনিটের ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেলো চেক প্রজাতন্ত্রের কয়েকটি গ্রাম। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মোরাভিয়া প্রদেশে আঘাত হানা টর্নেডোতে প্রাণ গেছে অন্তত পাঁচ জনের।

আহত হয়েছেন মধ্য ইউরোপের দেশটির শতাধিক নাগরিক। আশঙ্কা-বাড়তে পারে হতাহতের সংখ্যা। তবে প্রাণহানির চেয়েও বহুগুণ ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামো। ছাদ উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাধিক ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে ১ লাখ ২০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ।

এদিকে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ ও স্থানীয় জনতা। তবে শত শত গাছ উপড়ে রাস্তা বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন।

অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। আশ্বাস দিয়েছেন সব রকম সহযোগিতার।

এনএনআর/

Exit mobile version