Site icon Jamuna Television

শেষ ম্যাচে প্রথম জয় পেল মোহামেডান

সুপার সিক্সের শেষ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে তারা ২৫ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে। এই হারের ফলে ঢাকা প্রিমিয়ার লীগে রানার্সআপ হবার সুযোগ হাতছাড়া হয়েছে প্রাইম দোলেশ্বরের।

মিরপুরে শেষ দিনের প্রথম ম্যাচে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহামেডান। কিন্তু বৃষ্টির আগে ভালো অবস্থানে থাকায় সুবিধা পায় সুপার সিক্সে ধুঁকতে থাকা সাদাকালোরা। ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। পারভেজ ইমনের ২৬ আর অধিনায়ক শুভাগত হোমের ঝড়ো ২৩ রানে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১০৩ রান করে মোহামেডান। বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের।

ব্যাট করতে নেমে মোহামেডানের দুই পেসার রুয়েল মিয়া আর ইয়াসিন আরাফাতের বোলিং তোপের সামনে পড়ে দোলেশ্বরের ব্যাটসম্যানরা। রুয়েলের ৫ আর ইয়াসিনের ৪ উইকেট শিকারে ৮১ রানেই অল আউট হয়ে যায় তারা। দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন ফজলে মাহমুদ। ম্যাচ সেরা হয়েছে ২১ রানে ৫ উইকেট নেয়া রুয়েল মিয়া।

Exit mobile version