Site icon Jamuna Television

মিয়ামিতে ভবন ধস: নিখোঁজ ১৫৯ জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান

মিয়ামিতে ভবন ধস: নিখোঁজ ১৫৯ জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান

ফ্লোরিডার মিয়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় নিখোঁজ ১৫৯ জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে ধ্বংস্তুপের নিচে আটকে পড়া অনেকের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এদিকে তাদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন মিয়ামির মেয়র ড্যানিয়েলান কাভা। ভেতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখনও আছে বলে মন্তব্য করেছেন তিনি।

তবে কংক্রিটের জঞ্জালের কারণে কঠিন হয়ে উঠেছে উদ্ধারকাজ। কংক্রিটের বড় বড় টুকরা সরালেই তা থেকে নতুন ধসের সৃষ্টি হতে পারে। যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা গেছে ১০২ জনকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মিয়ামিতে ধসে পড়ে ১২ তলা ভবনের একাংশ।

এনএনআর/

Exit mobile version