Site icon Jamuna Television

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার:

সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আজ শনিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও মানুষকে আটকানো যাচ্ছে না।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা মোটরসাইকেল, থ্রী হুইলার, ইজিবাইকসহ বিভিন্ন হালকা যানবাহনে ৩-৪ গুন ভাড়া দিয়ে ঘাটে আসছেন। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানতে দেখা যাচ্ছে না যাত্রীদের। তবে বাংলাবাজার হয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিলো সহনীয় পর্যায়ে।

সকাল থেকে এই নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণাঞ্চল উভয়মুখী অসংখ্য যাত্রীকে পার হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বৃদ্ধি পাচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারের সময় যাত্রীরা উঠে যাচ্ছে ফেরিতে। ছোট যানবাহন ফেরি দিয়ে পার হচ্ছে।

Exit mobile version