Site icon Jamuna Television

নাটোরে রাস্তায় দুধ ফেলে খামারিদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নাটোর:

দুধের ন্যায্য মূল্য না পেয়ে নাটোরের সিংড়ায় রাস্তায় দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেনে খামারিয়া। শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর বাজারে দুধ ফেলে দিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় খামারিয়া অভিযোগ করেন, লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরেই গ্রামের বাজারগুলোতে দুধের দাম কমে যায়। প্রতি কেজি দুধ ২০ টাকা কেজি দরেও তারা বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় রাগে ক্ষোভে অর্ধশত খামারি তাদের উৎপাদিতে প্রায় ১০০ কেজি দুধ বাজারের রাস্তায় ফেলে দেন। এ সময় খামারিয়া সরকারি ব্যবস্থাপনায় মিল্কভিটার মাধ্যমে দুধ ক্রয়ের দাবি জানান।

বাহাদুরপুর পুরানপাড়ার খামারি আবু বক্কর সিদ্দিক জানান, ‘দুধের ন্যায্য দাম পাচ্ছি না। এই দুধ লিয়্যা আমরা কি করবো? তাই মনের দুখখে দুধ ঠাইল্যে ফেল্যাই দিছি।’

আরেক খামারি বাহাদুরপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা অনেক লস দিছি। গাভীর পোয়ারের দাম বাইড়্যে গেছে। কিন্তু দুধের দাম বাড়িচ্ছে না। এখন সরকার মুখ তুলে না তাকালে আমারেক মরত্যে হবি।’

সিংড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খুরশিদ আলম জানান, শহরে এখনও ৬০ টাকা কেজি দরে দুধ বিক্রি হচ্ছে। তবে শুক্র-শনিবার ছুটির দিন হওয়ায় গ্রামাঞ্চলে দুধের দাম কিছুটা কমে গেছে। ন্যায্যমূল্যে দুধ বিক্রি নিশ্চিত করতে তারা উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version