Site icon Jamuna Television

নতুন করারোপ ছাড়াই রাসিকের বাজেট ঘোষণা

রাজশাহী প্রতিনিধি:

নতুন কোনো কর আরোপ ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১০৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকার এই বাজেট ঘোষণা করেন
রাসিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার (২৬ জুন) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরী সাধারণ সভায় এই বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে বেকার সমস্যা দূরীকরণ ও অপ্রচলিত আয়ের খাত সৃষ্টির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিসহ ৯টি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাজেটে রয়েছে বিশেষ বরাদ্দ। প্রয়োজনে এই বরাদ্দ দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছেন সিটি মেয়র।

Exit mobile version