Site icon Jamuna Television

মেক্সিকোতে বন্দুক যুদ্ধে নিহত ১৮

মেক্সিকোর জাকাতেকাসে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। স্থানীয় প্রশাসনের বরাতে আলজাজিরা জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী সিনালোয়া ও জ্যালিসকো কার্টেলের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

জাকাতেকাসের স্থানীয় প্রশাসনের মুখপাত্র রসিয়ো অ্যাগুইলার বলেছেন, জাকাতেকাস রাজ্যে এলাকা দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত মাদক পাচারকারী সিনালোয়া ও জ্যালিসকো কার্টেলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে ১৮ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই লড়াইয়ে জড়িয়ে পড়ে মেক্সিকোর এই দুই কুখ্যাত মাদক চোরাচালানকারী গ্রুপ। দেশটিতে সিনালোয়া ও জ্যালিসকো কার্টেলের এই দ্বন্দ্ব গত ৩৫ বছর ধরে চলছে। এর আগে গত বুধবার (২৩ জুন) জাকাতেকাসের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।

Exit mobile version