Site icon Jamuna Television

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৭৭ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২২.৫০ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৮৫৪ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/

Exit mobile version