Site icon Jamuna Television

টেস্ট স্কোয়াডে ফিরলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি।

ওয়ানডে ও টি-২০ এর পর এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের স্কোয়াডে ডাক পেলেন টি-২০ এর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই দিন আগে ঘোষিত টেস্ট স্কোয়াডে জায়গা না পেলেও এবার হুট করে ডাক পেলেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ।

শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

তামিম, মুশফিকের মত অভিজ্ঞদের ইনজুরির কারণে মাহমুদউল্লাহকে টেস্ট দলে ফিরিয়েছে বিসিবি। তাকে দলে ফেরানোর কারণ হিসেবে এই যুক্তি দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

জিম্বাবুয়ে সফরের শুরুতে এই একমাত্র টেস্টটি বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে এসিড টেস্ট। সেখানে মাহমুদউল্লাহর সামনে থাকছে ৫০তম টেস্ট খেলার সুযোগ। তার জন্য অনুপ্রেরণাও আছে এই টেস্টে, কারণ এই দলটির বিপক্ষে রয়েছে তার টেস্ট শতক।

Exit mobile version