Site icon Jamuna Television

করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়ালো

দেশে করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্ত এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও সাতক্ষীরাসহ সীমান্ত জেলায় বাড়ছে নতুন রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের।

সংক্রমণের বিস্তার রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার মধ্যেই ২৬ জুন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার অতিক্রম করলো।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version