Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রকাশের পর ডিমের খোসার দুর্গন্ধ-দূষণ থেকে মুক্তি

ময়মনসিংহ ব্যুরো:

যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে ডিমের খোসায় বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পাচ্ছে ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি এলাকার বাসিন্দারা। এখন থেকে লোকালয়ে আর ডিমের খোসা ফেলতে পারবে না পোল্ট্রি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে অসহনীয় দুর্গন্ধ আর পরিবেশ দূষণ থেকে দীর্ঘ সময়ের দুর্ভোগ নিরসন হল।

শনিবার বিকেলে অভিযান চালিয়ে বর্জ্য ফেলার সেই স্থান এবং ওই প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিহির লাল সরদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন বলেন, ওই প্রতিষ্ঠানের ফেলা ডিমের খোসায় পরিবেশ দূষণের বিষয়টি জানতে পেরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে নিউ হোপ ফার্মস লিমিটেডকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন প্রতিষ্ঠানের বাইরে এই খোসাগুলো না ফেলে। একইসাথে যে স্থানে এগুলো ফেলা হচ্ছে সেই স্থানটি আগামী সাত দিনের মধ্যে মাটি দিয়ে ভরাট করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ দুটি নিউ হোপ ফার্মস কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Exit mobile version