Site icon Jamuna Television

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা, আহত ১৩ শান্তিরক্ষী

শুক্রবার (২৫ জুন) মালির উত্তরাঞ্চলে গাড়ি বোমা হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১৩ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন জার্মান এবং একজন বেলজিয়ামের সেনা সদস্য।

জাতিসংঘ মিশনের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১৫ জন আহত বলে জানানো হয়েছিল। তবে পরে সেই সংখ্যা সংশোধন করে ১৩ জন বলে নিশ্চিত করেছেন মুখপাত্র।

এক টুইট বার্তায় জাতিসংঘ জানায়, মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি অস্থায়ী ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলার পর সেখানে উদ্ধার অভিযান চলছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, একই দিনে মালির যুদ্ধ বিধ্বস্ত সাহেল প্রদেশের মধ্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক আরেক হামলায় মালির ৬ সেনা সদস্য নিহত হয়েছে।

মালিতে বিভিন্ন দেশের প্রায় ১৩ হাজার সৈন্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। দেশটিতে ২০১২ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

Exit mobile version