Site icon Jamuna Television

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আইনজীবী জেয়াদ আল মালুম মারা গেছেন। আজ (২৭ জুন) রাত পৌনে একটায় সিএমএইচে তার লাইফ সাপর্ট খুলে ফেলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র কনসালটেন্ট মেহেদী মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জেয়াদ আল মালুম। তিনি স্বাধীনতা যুদ্ধেও রণাঙ্গণের যোদ্ধা ছিলেন।

Exit mobile version