Site icon Jamuna Television

এবারও কি সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে?

কোরবানি উপলক্ষে যারা গরু মোটাতাজা করছেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় তাদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মহামারির এ সময়ে গরু বাজারজাত কতটা সহজ হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফেনীর খামারিদের অভিযোগ, এরই মধ্যে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে দেশে। এখনই ব্যবস্থা না নেয়া হলে ঈদে লোকসান গুনতে হবে তাদের।

অবশ্য আশ্বস্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসনও বলছে, অবৈধপথে ভারতীয় পশু আসা বন্ধ করার জন্য বিজিবি ও পুলিশকে টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানিয়েছেন, করোনার কারণে হাট নির্দিষ্ট করে দিয়েছেন তারা। নির্দিষ্টা হাটের বাইরে কেউ যেন বেচাকেনা না করতে পারে, সে ব্যাপারে আরোপ করা হয়েছে কড়াকাড়ি।

এ বছর কোরবানির জন্য ফেনীতে ৮০ হাজারেরও বেশি পশু মজুত রয়েছে, তাই ভারথীয় গরু আমদানি করার প্রয়োজন নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Exit mobile version