Site icon Jamuna Television

বাইডেনের অভিবাসন নীতিমালার তুলোধুনো করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাইডেন সরকারের অভিবাসন নীতিমালার তুলোধুনো করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতা ছাড়ার পর শনিবার প্রথমবারের মতো ওহাইয়োতে তিনি সমাবেশ করেন। তাতে বারবারই আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়যুক্ত করার আহ্বান জানান।

ট্রাম্প অভিযোগ তুলেন, মার্কিনীদের আবেগ নিয়ে খেলছেন ডেমোক্র্যাট সরকার। বলেন, তার শাসনামলে দক্ষিণ সীমান্তবর্তী রাজ্যগুলোয় শূন্যের ঘরে নেমে এসেছিলো অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা। সেখানে নিত্যনতুন নীতিমালার মাধ্যমে লাখ-লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বসবাসের অনুমতি দিচ্ছে বাইডেন সরকার।

তিনি আরও বলেন, এই অতিরিক্ত অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা আরও চাপে ফেলবে মার্কিনীদের। এই অন্যায় শাসন থেকে মুক্তির জন্যেই ২০২৪ সালের নির্বাচনে আবারও রিপাবলিকানদের ভোট দেয়ার তাগিদ দেন ট্রাম্প।

ইউএইচ/

Exit mobile version